1. admin@dhakapost71.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন

যুগান্তরের সাংবাদিক প্রতিনিধি কাশেমের উপর সন্ত্রাসীদের হামলা ও গুলি

  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৩৩ বার পঠিত

নাসরিন জাহান মুন্নি
বিশেষ প্রতিনিধিঃ-

কক্সবাজারের টেকনাফে দৈনিক যুগান্তর এর ভ্রাম্যমাণ প্রতিনিধি সাংবাদিক আবুল কাশেমের উপর ইয়াবা কারবারী ও অস্ত্রধারী চিহ্নিত সন্ত্রাসীরা গুলি ও হামলা করেছে।
এতে সাংবাদিক আবুল কাশেমের বাম হাতে আঘাত প্রাপ্ত হয়।
সোমবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টারদিকে উপজেলার ঝিমংখালী এলাকায় এই ঘটনা ঘটে।

উপজেলার ঝিমংখালী এলাকার বাসিন্দা মুহাম্মদ হোছনের ছেলে বহু মামলার আসামি ওসামা প্রকাশ বর্মাইয়া ওসামা ও ইউনুস,আব্দুল্লাহসহ অজ্ঞাত ১০/১২ জনের সশস্ত্র সন্ত্রাসীরা এ হামলা চালায়।

হামলায় আহত সাংবাদিক আবুল কাশেম বলেন,তারা আমাকে কিছুদিন আগে থেকে পরোক্ষভাবে হুমকি দিয়ে আসছিল। প্রথমে এসব কানে নেইনি। পরে ঠিক পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে গুলি ও হামলা চালায়। এতে বাম হাতে আঘাত প্রাপ্ত হয়। এসময় তারা আমার গলার স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। গুলির আওয়াজ শুনে স্থানীয়রা এগিয়ে আসায় কোনোমতে প্রাণে রক্ষা পাই এবং ফাঁকা গুলি ছুঁড়তে ছুঁড়তে অস্ত্রধারীরা দ্রুত পালিয়ে যায়।

সাংবাদিক আবুল কাশেমের সাথে থাকা
প্রত্যক্ষদর্শী মুহাম্মদ আলমগীর জানান,মাছের ঘেরের কথাবার্তা শেষ করে শাহাব উদ্দিনের বাড়ি থেকে ফেরার পথে অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি ও হামলা চালিয়ে সাংবাদিক কাশেমের গলায় থাকা স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। গুলির আওয়াজ শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে অস্ত্রধারী সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়।
এরা এলাকার চিহ্নিত অস্ত্রধারী ও ইয়াবা কারবারী। এদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

সাংবাদিক আবুল কাশেমের উপর হামলার ঘটনায় সাংবাদিকরা ফুঁসে উঠেছে এবং এমন জঘন্য হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন সাংবাদিক সমাজ। দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানান তারা।

জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ গিয়াস উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park