1. admin@dhakapost71.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০১:৩৩ পূর্বাহ্ন

তালতলীতে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসব

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৩৩ বার পঠিত

সোহেল রিয়ান
তালতলী বরগুনা প্রতিনিধিঃ-

বরগুনার তালতলী উপজেলার শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব।

শুক্রবার (১৫ নভেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরের তীরে ভগবত গীতা পাঠ, গঙ্গার পূজা অর্চনা, প্রার্থনা ও স্নান করে,দেশ ও জাতি জন্য আর্শীবাদ কামনা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাসমতে সাগর বা নদীতে পূর্ণিমার জোয়ারে স্নানের মাধ্যমে তাদের পূর্বের পাপ মোচন হয়ে যায়।
এরআগে সৈকতে মোমবাতি, আগরবাতি, বেল পাতা, ফুল, ধান, দূর্বা, হরিতকী, ডাব, কলা, তেল ও সিঁদুর সমুদ্র জলে অর্পণ করে সনাতনী নারীরা।

এসময় উলুধ্বনি ও ভগবত গীতা পাঠে মুখরিত হয় ওঠে পুরো সৈকত। এছাড়া মাথান্যাড়াসহ প্রায়শ্চিত্ত ও পিণ্ডদান করেন অনেক মানতকারীরা।পুণ্যস্নানের মাধ্যমে জ্ঞাত-অজ্ঞাত সকল পাপ মোচন হয়ে আবার নিজেকে পরিশোধন করার এরকম সুযোগ বার বার জীবনে আসুক এই প্রার্থনা করেন কৃষ্ণ ভক্তরা।

রাস উৎসব কমিটির সভাপতি রতন বিশ্বাস বলেন, এবার শতশত নারী-পুরুষ শুভ সন্ধ্যায় পুণ্য স্নানে অংশ গ্রহন করতে এসেছেন।এবছর যে রাস উৎসব ও পুণ্যস্নান অনুষ্ঠিত হয়েছে এতে কোনো প্রকার সমস্যা হয়নি। সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠান শেষ করতে সক্ষম হয়েছি। অনেক মানুষ স্নান করছে কিন্তু প্রশাসনের সহায়তার জন্য কোনো দুর্ঘটনা ঘটেনি।
তিনি তার বক্তব্যে জেলা ও উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ ইউপি চেয়ারম্যান ছাড়াও স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সার্বিক সহায়তার জন্য ধন্যবাদ জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park