বেনাপোল থেকে এনামুল হকঃ
যশোরের বেনাপোল পোর্ট থানাধীন দিঘির পাড় এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মনির ও ফাতেমা নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটককৃত আসামি- মোঃ মনির হোসেন (২২) সে চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন মোজজাটেক গ্রামের শফিকের ছেলে ও যশোরের বেনাপোল পোর্ট থানাধীন দিঘির পাড় গ্রামের মৃত শহিদুল মিস্ত্রির স্ত্রী মোছাঃ ফাতেমা বেগম (৫০)।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) বিকাল ২টা ১০ মিনিটের সময় তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বেনাপোল দিঘিরপাড় এলাকায় বিপুল পরিমাণ মাদক কেনা-বেচা হচ্ছে। এমন সংবাদে এসআই মোস্তাফিজ ও এএসআই ইমামুল সহ সঙ্গীয় ফোর্স পোর্ট থানাধীন দিঘিরপাড় গ্রামস্থ কাউন্সিল আজিম উদ্দিন গাজীর বাগান বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৫শ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার ভক্ত জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি প্রক্রিয়াধীন।
মোঃএনামুলহক,বেনাপোল প্রতিনিধি
তাং০১।০২।২৪