সোহেল রিয়ান তালতলী বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে সিজারের সময় পিঠে কেঁচির পোচ লেগে আহত শিশুর পিতা দোয়েল ক্লিনিক কর্তৃপক্ষের প্রতি কোন অভিযোগ নেই বলে সংবাদ সম্মেলন করেছেন।
বুধবার ৩১শে জানুয়ারী তালতলী সাংবাদিক ফোরামে এসে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সাংবাদিকদের তিনি জানান, গত ২৪ জানুয়ারি রোজ শনিবার দুপুরে আমার স্ত্রী লিপি বেগম হঠাৎ অসুস্থ হওয়ায়, তালতলী দোয়েল ক্লিনিকে নিয়ে ভর্তি করি। সন্ধ্যায় আমার স্ত্রীর সিজার হয় ওই সময় আমার নবাগত সন্তানের পিটে একটু কাটা দাগ দেখতে পাই। এবং অন্য লোকের প্রচারণায় সাংবাদিক দের বিষয়টি অবগত করি,
এর পর তাৎক্ষণিক তারা আমার স্ত্রী ও সন্তানকে দোয়েল ক্লিনিক কর্তৃপক্ষ ভালো চিকিৎসা সেবা প্রদান করে। এরই মধ্যে সাংবাদিক ভাইয়েরা বিভিন্ন প্রিন্ট ওই ইলেকট্রিক মিডিয়ায় নিউজ প্রকাশ করেন। কিন্তু ক্লিনিক কর্তৃপক্ষ আমাদের ভালো চিকিৎসা সেবা প্রদান করায় আমার বাচ্চা এবং স্ত্রী উভয় সম্পূর্ণরূপে সুস্থ আছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। দোয়েল ক্লিনিক এর কর্তৃপক্ষ ও ডাক্তারদের প্রতি আমার কোন অভিযোগ নাই।
মোঃ সোহেল রিয়ান
তালতলী বরগুনা প্রতিনিধি :