জামালপুর জেলা প্রতিনিধি,
জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন বর্তমান মেয়র নজরুল ইসলাম সওদাগর।
বুধবার (৩১ জানুয়ারি) বিকালে পৌর শহরে বিপুল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে তিনি ব্যবসায়ী, সুধীজন সহ বিভিন্ন পেশার মানুষের সাথে সৌজন্য সাক্ষাত সহ সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
আগামি ৯ মার্চ বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে তাঁকে আবার মেয়র হিসেবে নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানান মেয়র প্রার্থী নজরুল ইসলাম সওদাগর।
গণসংযোগকালে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাখাওয়াত হোসেন সাকা, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান তালুকদার, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফজলুর রহমান খুদু, যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী সহ পৌর এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
গণসংযোগ শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী নজরুল ইসলাম সওদাগর ও নেতৃবৃন্দ।
রাসেল সেক
জামালপুর