এস,আর শরিফুল ইসলাম রতন
লালমনিরহাট প্রতিনিধিঃ-
লালমনিরহাটে প্রতিবারের ন্যায় এবারও জেলা বিএনপি’র আয়োজনে বড়বাড়ী শহীদ আবুল কাশেম কলেজ মাঠে আগামী মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ২টায় অনুষ্ঠিত হইতে যাচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ । এই অনুষ্ঠানকে কেন্দ্র করে লালমনিরহাট সদরের বড়বাড়ী শহীদ আবুল কাশেম কলেজ মাঠে কয়েকদিন থেকেই সাজ সাজ রব বিরাজ করছে। চলছে সাজসজ্জা ও মঞ্চ তৈরির কাজ। এই টুর্নামেন্ট কে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ছাড়াও স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এ টুর্নামেন্টে রংপুর বিভাগের সকল জেলার অংশগ্রহণে অত্যন্ত জাকজমকপূর্ণভাবে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হইবে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আহবায়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।যানা যায় যে প্রত্যেক খেলায় পৃথকভাবে উপস্থিত থাকার কথা রয়েছে
বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অবঃ) হাফিজ উদ্দিন বীর বিক্রম, ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর সদ্য নির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল, ঢাকা মহানগর বিএনপি’র আহবায়ক ও বাংলাদেশ ফুটবল দলের সাফ জয়ী সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম এবং ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।লালমনিরহাট জেলা বিএনপি কতৃক আয়োজিত ফুটবল টুনামেন্টের সদস্য সচিব হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক।