-নুর আলাম বিপ্লব নোয়াখালী –
কবিরহাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক বালু ব্যবসায়ীকে মোবাইল কোর্টে ৫০০০০ টাকা জরিমানা করা হয়। ঘোষবাগ ইউনিয়নের দারোগআলী খামার বাড়ীতে,, সুন্দলপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এর খুরশিদ আলম এর ছেলে সবুজ অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল, সোমবার ২৯ শে জানুয়ারি দুপুর বারোটায় কবিরহাট উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) অমৃত দেবনাথ, বালুমহল মাটি ব্যবস্থাপনা ২০১৫( ১) আইনে অবৈধভাবে বালু উওোলন দায়ে বালু ব্যবসায়ী সবুজকে ৫০ হাজার টাকা নগদ জরিমানা আদায় করেন ।