1. admin@dhakapost71.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন

শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম ও মিশনে অনুষ্ঠিত হল অন্নকূট

  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৬ বার পঠিত

মৌলভীবাজার জেলা প্রতিনিধি(বাবলু আচার্য্য)::

২রা নভেম্বর শনিবার ভোর হইতে শুরু হয়,
গোবর্ধন পূজা যা অন্নকুট বা অন্নকূট নামেও পরিচিত (অর্থাৎ “খাদ্যের পাহাড়”), হল একটি হিন্দু উৎসব যা প্রথম চন্দ্র দিবসে উদযাপিত হয়।
শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশন, ঢাকা- সিলেট আঞ্চলিক সড়কের পাশে উত্তরসূর, শ্রীমঙ্গলে প্রথমবারের মতো অন্নকুট অনুষ্ঠান ২রা নভেম্বর শনিবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে পালন করা হয়েছে।
অন্নকুট অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা ছাড়াও বিভিন্ন এলাকা হতে প্রায় ১৫ সহস্রাধিক সনাতনী ভক্তবৃন্দ উপস্থিত হয়ে ৫২৫ কেজি চালের ভোগ, ৫২৫ রকমের তরকারি দিয়ে সাজানো ভোগটি পরিক্রমার মাধ্যমে দর্শন করেন।
ভোগ পরিক্রমা শেষে ভোগটি মিশ্রিত করে ভক্তবৃন্দের মাঝে বিতরণ করা হয়।
উল্লেখ্য, শ্রীমঙ্গল শহরের কলেজ রোডস্থ দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার এন্ড কাউসিলিং সেন্টারের স্বত্বাধিকারি ডা. নিবাস চন্দ্র পাল ভোগের ৫২৫ কেজি চিনিগুড়া চাল সরবরাহ করেছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park