– নুর আলাম বিপ্লব নোয়াখালী –
নোয়াখালী ৫ আসনে কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে কাঁচা সড়ক পাকা করনের দাবীতে রাস্তায় মানববন্ধন করেছে এলাকাবাসী। ৮ শত মিটার কাঁচাসড়কে শুক্লামদ্দিগ্রামের প্রায় ২০ হাজার মানুষ চলাচলের করে, এ কাঁচা সড়ক টি পাকাকরণের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী, বৃহস্পতিবার ২৫ শে জানুয়ারি বেলা ১১ টায় দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কাজী সফিক উল্যাহ সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়, বক্তারা বলেন, এ ইউনিয়নে অনেক রাস্তার বেহাল অবস্থা , এ কাজী সফিক উল্যা সড়ক দিয়ে কোমল মতি ছেলে মেয়েরা, স্কুল কলেজ মাদ্রাসায় আাসা যাওয়া করে ,বর্ষার মৌসুমে কাঁচা সড়কটি ডুবে যায়, মানুষ পড়ে জনদুর্ভোগে,বক্তারা বলেন এই আসনের এমপি সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আমাদের বিশ্বাস আমাদের নেতা এ সড়কটি পাকা করে দেবে, মানববন্ধনে বক্তব্য রাখেন চাপরাশিরহাট ইউনিয়ন এর যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন বিপ্লব, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসম্পাদক কাজী পেয়ারু,মাষ্টার খোকন বিএসসি, সাহাব উদ্দিন প্রমূখ।