1. admin@dhakapost71.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইতালি মহানগর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের মাস্টারপাড়া থেকে টাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক। শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মাদারীপুরে পুলিশ দেখে পালালেন মাদক ব্যবসায়ী ইয়াবা উদ্ধার ঠাকুরগাঁওয়ে নামেই ভেটেরিনারি হাসপাতাল, চিকিৎসা সেবা নেই কাপ্তাইয়ে বিজয় দিবস শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত ইতালিতে আওয়ামী লীগের বিজয় দিবস পালিত ঝিনাইগাতীতে ভারতীয় মদ সহ আটক -১ ঢাকায় অপহৃত দুই বোনকে দশমিনা থেকে উদ্ধার কক্সবাজারের পেকুয়ায় ডাম্প ট্রাক- সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-৫

তালতলীতে প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ ও নতুন ভবন নির্মাণের জন্য মানববন্ধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ১০৮ বার পঠিত

সোহেল রিয়ান তালতলী প্রতিনিধি :

বরগুনার তালতলীতে প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ ও নতুন ভবন নির্মাণের জন্য মানববন্ধন করেছেন অভিভাবক ও স্থানীয় জনসাধারণ। ২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১১ টায় উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ২৭নং নলবুনিয়া আগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ওই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃছোবাহান মাষ্টার, নলবুনিয়া আগাপাড় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আঃ গনি মৌলভী,নলবুনিয়া আগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. টি. এম হারুনুর রশীদ,নিশানবাড়িয়া ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ বেলায়েত হোসেন মোল্লা,এছাড়াও উপস্থিত ছিলেন নারী পুরুষ সম্মিলিত ঐ স্কুল শিক্ষার্থীদের প্রায় অর্ধশতাধিক অভিভাবক।

জানা গেছে স্কুলে দুইটি ভবন রয়েছে কিন্তু দুটি ভবনই পুরোপুরি ঝুঁকিপূর্ন। ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মোঃমনিরুজ্জামান রিপন ২০১৩ সালে একটি ও ২০১৮ সালে দ্বিতীয় ভবনটি সম্পূর্ণভাবে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন। শিক্ষার্থীদের ক্লাস ও স্কুলের কার্যক্রম পরিচালনার জন্য ভবনের পাশেই নির্মাণ করা হয় টিনের ঘর। ক্লাস চলাকালীন অবস্থায় সুযোগ পেলেই শিক্ষকের অজান্তেই ছোট ছোট শিক্ষার্থীরা চলে যায় ঝুঁকিপূর্ণ ভবনের নিচে। হাজারো বারনের পরেও শিক্ষার্থীরা ক্লাস শুরু কিংবা মধ্যাহ্ন বিরতির সময়ে খেলার আসর জমায় ওই ঝুঁকিপূর্ণ ভবনের নিচে। তাইতো যেকোনো সময়ই ঘটে যেতে পারে কোন বড় ধরনের দুর্ঘটনা। এমতাবস্থায় অভিভাবক ও এলাকাবাশির জোর দাবি দ্রুত স্কুলের ঝুকিপূর্ণ ভবন দুটি অপসারণ ও নতুন ভবন নির্মাণ করা হোক।

এবিষয়ে অভিভাবকরা জানান, আমরা বাচ্চাদের স্কুলে পাঠিয়ে অনেক চিন্তিত থাকি। দুর্ঘনা কখোনো বলে কয়ে আসে না, সুযোগ পেলেই ওরা ঐ ভবনের নিচে খেলতে যায়।

ঐ স্কুলের প্রধান শিক্ষক এ.টি.এম হারুনর রশীদ বলেন অনেক বছর ধরেই ভাবন দুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। জরাজীর্ণ টিনের ঘরে আমরা ক্লাস নিচ্ছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনেকবার জানানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন বভন অপসারণের চেষ্টা চলছে দ্রুতই অপসারণ করা হবে। এবং নতুন ভবন আসলে ভবনের ব্যবস্থা করা হবে।

সোহেল রিয়ান
তালতলী বরগুনা প্রতিননিধি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park