শুভ্র মজুমদার
কালিহাতী(টাঙ্গাইল) প্রতিনিধি:
জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা যুবদল আয়োজন করেছে এক অনন্য ফ্রি মেডিকেল ক্যাম্প।
২৭ অক্টোবর (শনিবার) সকাল ১১ টায় কালিহাতী বাসস্ট্যান্ডে এই ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এই ক্যাম্পে এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি ছিল।
উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্পে আটজন অভিজ্ঞ চিকিৎসক বিনামূল্যে সেবা প্রদান করেন। সারাদিনব্যাপী এই ক্যাম্পে স্থানীয় মানুষজন স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শসহ বিভিন্ন চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পায়। এতে সাধারণ মানুষ তাদের প্রাথমিক স্বাস্থ্য সমস্যার বিষয়ে পরামর্শ পেয়ে উপকৃত হয় এবং স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতা বাড়ে।
ক্যাম্পের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, কালিহাতী পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সিদ্দিকী, সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু, বাংড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুলতান গিয়াস, পারখী ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসাইন জিন্নাহ, কালিহাতী শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্র দলের সভাপতি মো; মৃদূল হাসানসহ উপজেলা যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত ক্যাম্পের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ পায়, যা এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।