মোল্লা মনিরুজ্জামান মনির(ইতালি প্রতিনিধি):
ইতালির ভেনিসে বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম ভূইয়ার বড়ভাই তাইজুল ইসলাম মাষ্টার ও তার দুই ভাগিনা হুমায়ুন আহমেদ ও মোরশেদ আলম এর অকাল মৃত্যুতে বৃহত্তর কুমিল্লা সমিতির আয়োজনে রবিবার বাদ মাগরিব স্থানীয় বায়তুল মা’মূর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মিলাত মাহফিলের আগে মুসল্লিরা মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করেন। পরে ইসলামিক বয়ান করেন স্থানীয় মসজিদের ইমাম। দোয়ায় নজরুল ইসলামের পরিবারসহ সকল মৃত্যু ব্যাক্তিদের জন্য দোয়া চেয়ে এক বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে বৃহত্তর কুমিল্লা সমিতির সদস্য, স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।y