উপজেলা প্রতিনিধি
মোঃ মাহবুব হাসান ( আরমান)
কলাপাড়ায় পৌর আ.লীগ সভাপতিসহ ৪ জন কারাগারে
কলাপাড়ায় পৌর আ.লীগ সভাপতিসহ ৪ জন কারাগারে
কলাপাড়া প্রতিনিধি: কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সভাপতি আ. বারেক মোল্লাসহ ৪ জনকে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত।
সোমবার (২১ অক্টোবর) পটুয়াখালী জেলা জজ আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক তাদেরকে জেল হাজতে পাঠায়।
জানা গেছে, কুয়াকাটা সিকদার মার্কেটে অবস্থিত পৌর বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও নাশকতার অভিযোগ এনে পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আ. বারেক মোল্লা, পৌর মেয়র আনোয়ার হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত মুখার্জিসহ ৫৬ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাতনামা শতাধিক আসামি করে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল বাদী হয়ে মহিপুর থানায় একটি মামলা দায়ের করে। এ মামলায় পৌর মেয়র আনোয়ার হাওলাদারসহ অনেকেই জামিনে রয়েছে।
আসামিরা সোমবার সকালে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে পৌর আওয়ামী লীগ সভাপতি আ. বারেক মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত কুমার মুখার্জি, ৬ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আলাউদ্দিন ও ৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে জেল হাজতে প্রেরণ করে।
এর আগে নাশকতা মামলায় হাজিরা দিতে গেলে মামলার আসামিদের যাতে জামিন না দেয়া হয় এজন্য আদালত প্রাঙ্গণে তাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।