নুর আলাম বিপ্লব নোয়াখালী:
নোয়াখালী কবিরহাট উপজেলার অধিকাংশ মানুষ কৃষিকাজ করে জীবন ধারন করে, প্রভাবশালী মাটি ব্যবসায়ীগণ নাম মাত্র মূল্য দিয়ে গরিব মানুষকে ভুল বুঝিয়ে কেটে নিচ্ছে আবাদি ফসলি ভুমির মাটি, যাহা বিক্রি করতেছে স্থানীয় ব্রিকফিল্ড গুলোতে, খোলা ট্রাকে করে দিনের বেলায় এই মাটিগুলো ব্রিক ফিল্ডে নেওয়ার কারণে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রীরা পড়ে দুর্ভোগে।স্থানীয় বাজারগুলোতে মানুষের চলাচলের হয় কষ্ট। নোয়াখালী মানুষের স্বপ্ন নোয়াখালী খাল, ১৪ ই জানুয়ারি রোববার সরেজমিনে গিয়ে দেখা যায় ঘোষবাগ ও ধানসিড়ি ইউনিয়নে, আলগি বাজার ও অলি মাঝির খেবার সাথে নোয়াখালী খালের পাড়ের মাটি কেটে নিয়ে যাচ্ছে মাটি ব্যবসায়ীরা, মাটি ব্যবসায়ী বাবুল বলেন এই উপজেলায় সিন্ডিকেটের মাধ্যমে আমরা খোলা ট্রাকে মাটি টানি ও নদীর পাড় কাটি।স্থানীয় ধানসিড়ি ইউ,পি চেয়ারম্যান কামাল খান বলেন মাটিকাটা বালু উত্তোলন, খালের পাড় কাটা লোকগুলো আমার পরিচিত, যেহেতু নদীর পাড় কাটলে বর্ষাতে আবাদি ফসলে পানি ঢুকে ফসল নষ্ট হয়ে যাবে, আমি মাটি কাটা বন্ধ করার চেষ্টা করব, স্থানীয় কৃষক জসিম উদ্দিন বলেন খালের পাড় কাটার কারনে বর্ষাতে আমাদের ফসলের ব্যাপক ক্ষতি হবে, এর সাথে প্রভাবশালীরা জড়িত থাকায় আমরা ভয়ে কিছু বলি না, এলাকায় ঘুরে দেখা যায় খোলা ট্রাকে মাটি টানার গাড়িগুলো অধিকাংশ কোম্পানীগঞ্জের মাটি ব্যবসায়ী বক্করের। এই ব্যাপারে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ( U,n,o) মোহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন, আমি উপজেলায় নতুন এসেছি অনৈতিক বালু উত্তোলন, আবাদি জমি নিধন, যারা নোয়াখালী খালের পাড় কেটে নিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে,।