— নুর আলাম বিপ্লব নোয়াখালী –
নোয়াখালী কবিরহাট উপজেলায় ৫ নং চাপরাশিরহাট ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী মৌলভী মকবুল উচ্চ বিদ্যালয়, ২ রা জানুয়ারী ( মঙ্গলবার) সকাল ১১ ঘটিকায় সরেজমিনে গিয়ে দেখা যায়,একদল লোক স্কুলের বাহিরে সভাপতি মোহনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, এ স্কুলে নিয়োগ বাণিজ্য চলবে না, অবৈধ নিয়োগ বাতিল কর, করতে হবে, তাৎক্ষণিক স্কুলের বর্তমান সভাপতি মোহন চৌধুরীকে মুঠো ফোনে ফোন দিলে উনি ফোন রিসিভ করে নাই, পরবর্তীতে দুপুর দুই ঘটিকায় মোহন চৌধুরী ফোন দিয়ে জানান উনি ব্যস্ত ছিলেন সকাল বেলা তাই ফোন ধরতে পারেন নাই, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উনি বলেন আমার বিরুদ্ধে কিছু লোক মিথ্যাঅপবাদ দিচ্ছে, স্কুলের প্রধান শিক্ষক স্কুলের কাজে ঢাকা অবস্থান করায় সহকারি প্রধান শিক্ষক বাবু গনেশ বিএসসি বলেন আমরা ছাগলের তিন নাম্বার বাচ্চা আমরা কোন নিয়োগ কমিটিতে নেই, তাই এই ব্যাপারে কি? বলবো, গতকাল স্কুলে নুর ইসলাম বাবুল নামে একজন নিরাপত্তা কর্মী নতুন নিয়োগ পেয়ে কর্মস্থলে আসে আজ দ্বিতীয় দিনে তাকে ঘিরে অভিযোগ উঠে সে চার লক্ষ টাকা দিয়ে সভাপতি মোহন চৌঃম্যানেজ করে চাকুরি নিয়েছে, নুর ইসলাম সাংবাদিকের সাথে কোন কথা বলতে নারাজ।স্হানীয় আওয়ামী লীগ নেতা সাহাদাত হোসেন ও জহির উদ্দিন অভিযোগ করেন, নুর ইসলাম টাকা দিয়ে নিয়োগ পেয়েছে,আমরাও এক গরীব ছেলে মোহাম্মদ লিটন এর জন্য ১ লক্ষ ৭৫ হাজার টাকা মোহনকে দিয়েছিলাম,আমাদের টাকা কম হওয়ায় সে চার লক্ষ টাকা নিয়ে নুর ইসলাম কে নিয়োগ দিয়েছে, এবং আমাদের টাকা এখনো ফেরত দেয় নাই। তাই স্থানীয় জনগণ লিটনের পক্ষ নিয়ে অবৈধ নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে।