1. admin@dhakapost71.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০১:৫২ পূর্বাহ্ন

*বিধাতার সান্নিধ্য* নোভা

  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

হৃদয়ের হাহাকার আবেগ জমিনে তাচ্ছিল্য
অশ্রুজল মুল্যহীন পাষান ভূমিতে-
নির্দয় মনুষত্বের অভিঘাত
বেদানায় কাতর আমার জীবন!

বিবশ সঙ্গ কাটিয়ে ভিন্ন পথে
আত্ম দর্শনের প্রচেষ্টারত চিত্ত
ভাবনায় উদয় শান্তির হেতু-
আরশ পানে হাতে তুলে আর্তনাদ!

চাই বিধাতা তোমার শান্তনার হাত
পরশ বুলিয়ে দাও আমার অশান্ত হৃদয়ে,
ঝড় আর তান্ডবে বন্ধ হোক অরাজকতা
ভারি বৃষ্টি বর্ষনে শান্ত হোক –
সকলের মানুষিকতা!
মহা জাগতিক স্রষ্টার পানে –
এই মোর প্রার্থনা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park