মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধিঃ-
রুহল আমীন খান উজ্জ্বল
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার সেনা ক্যাম্পে তিন উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন ক্যাম্প কমান্ডার মেজর মোঃ শাহীন আলম।
মেজর মোঃ শাহীন আলম বলেন আসন্ন দূর্গা পূজার সার্বিক নিরাপত্তায় সেনা বাহিনী কাজ করে যাচ্ছে। পুজা মন্ডপে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে সকলের দৃষ্টি রাখতে হবে। এছাড়া অবৈধ বালু উত্তোলন, অস্ত্র উদ্ধার ও চাঁদাবাজির বিরুদ্ধে যথাযথ প্রদক্ষেপ নেয়া হবে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য থাকলে সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান এ ছাড়া পূজা মণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর পেট্রোলিং টহল থাকবে। চা-বাগানে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা রক্ষার পাশাপাশি সবার মাঝে সম্প্রীতি বজায় রাখাতে সেনাবাহিনী বদ্ধপরিকর। এবার চুনারুঘাটে ৭৮ , মাধবপুর ১১৩ শায়েস্তাগঞ্জ ১৯ টি সহ তিন উপজেলায় ২১০ টি পূজামন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
নির্বিঘ্নে দূর্গোৎসব পালনের লক্ষে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।। এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহাম্মেদ , সাবেক সভাপতি রুকন উদ্দিন লস্কর, আলাউদ্দিন রনি,এন টিভি প্রতিনিধি জামাল মো: আবু নাছের,দিনকাল প্রতনিধি আলমগীর কবির,শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, সাধারণ সম্পাদক মো: কামরুল হাসান, সাংবাদিক শাহ মোস্তফা কামাল, নুর উদ্দিন সুমন,খন্দকার আলাউদ্দিন, আলমগির হোসেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মো: জামাল হোসেন লিটন, সহসভাপতি ইসমাইল হোসেন বাচ্চু, মনিরুজ্জামান তাহেরসহ ৩ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকবৃন্দ