1. admin@dhakapost71.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৬ পূর্বাহ্ন

সড়কের পাশে রাখা এলপি গ্যাসের ট্যাংকার বিস্ফোরণে দগ্ধ ৩

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২৯ বার পঠিত

জোনাইদাল হাবীব সিয়াম,
গাজীপুর প্রতিনিধিঃ-

গাজীপুরে শ্রীপুরে সড়কের পাশে রেখে এলপি গ্যাসের ট্যাংকার মেরামতের সময় বিস্ফোরণে ৩ নারী দগ্ধসহ ৪জন আহত হয়েছেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজাবাড়ি বাজারের উত্তর পাশে দেওয়ানি বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের মোহাম্মদ আলীর বাড়ির ভাড়াটিয়া ও শামসুল হকের স্ত্রী হালিমা এবং এমদাদুল হকের স্ত্রী হেলেনা ও হাবিবের স্ত্রী রিতা। এসময় মিফতাহ উদ্দিন নামে এক পথচারী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে আকরাম হোসেন জানান, ‘রাজাবাড়ি বাজারের উত্তর পাশের ওই স্থানে মোহাম্মদ আলীর পতিত জায়গায় রনি মিয়া নামের এক ব্যবসায়ীর একটি এলপি গ্যাসের ট্যাংকার রাখা ছিল। ওই গাড়ি লিকেজ হয়ে ট্যাংকার থেকে গ্যাস বের হচ্ছিল। বিষয়টি কোম্পানির লোকদের বললেও তারা ব্যাবস্থা নেয়নি। সোমবার সকালের দিকে হঠাৎ ট্যাংকারে বিস্ফোরণ ঘটলে পাশের বাড়িতে গিয়ে আঁচড়ে পড়ে। এসময় সেখানে থাকা ৩ নারী আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনা আহত পথচারী মিফতাহ উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

স্থানীয় আলা উদ্দিন ও নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানায়, রনি মিয়া নামের এক ব্যবসায়ী ওই জায়গায় মাঝে মধ্যেই গ্যাস সিলিন্ডার ভর্তি গাড়ি রাখে। এরপর সেখানে গ্যাসের সিলিন্ডারের কভার খুলে মডিফাইড করে থাকেন। বিষয়টি রহস্যজনক হলেও কেউ আগ্রহ করে জানার চেষ্টা করেনি।’

এ বিষয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: রুচি বলেন, ‘দগ্ধ অবস্থায় ৩জন মহিলাকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে হালিমাকে ঢাকা শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউট হাসপাতালে পাঠানো হয়েছে। অপর ২ জনকে হাসপাতালের মহিলা সার্জারি বিভাগে ভর্তি করানো হয়েছে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। ‘

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park