চট্টগ্রাম স্টাফ রিপোর্টার মোঃ জিহান
আগামী ১৩ঐ অক্টোবর বিশ্বের হিন্দু ধর্ম অবলম্বীদের সর্ববৃহৎ বিজয় দশমী অর্থাৎ শারদীয় দুর্গাপূজা আরম্ভ হতে যাচ্ছে। এই উপলক্ষে পুলিশ প্রশাসন ও পূজা উদযাপন কমিটি কে সঙ্গে নিয়ে লোহাগাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আরিফুর রহমানের নেতৃত্বে গতকাল এবং আজ বুধবার বিকেলে লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ সার্বজনীন শারদীয় দূর্গাপুজা মন্ডপ, পদুয়া গুপ্ত বাড়ী পূজামন্ডপ, বাসুদেব মন্দির দুর্গোৎসব উৎসব মন্ডপ, কলাউজান সার্বজনীন রাধাকৃষ্ণ মন্দির পূজা মন্ডপ সহ অর্ধশতা দিক পূজা মন্ডপ পরিদর্শন করেন এই সময় তিনি পূজামণ্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার আবদুল মোমিন ফরহাদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি ডাঃ রিটন দাশ, সাধারন সম্পাদক প্রভাষক শ্রী বাবলু শংকর নাথ ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই সময় নেতৃবৃন্দের উদ্দেশ্য করে বলেন পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে এইবার আনন্দ উল্লাসের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। তবে নেতৃবৃন্দের প্রতি অনুরোধ করছেন তারা যেন আযানের সময় মাইকিং সহ সকল আনন্দ উল্লাস বন্ধ রাখে এই পূজা উদযাপন করতে গিয়ে যেন মুসলমানদের কোন ধরনের ক্ষতি না হয়।