1. admin@dhakapost71.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০১:৫০ পূর্বাহ্ন

একজন সাদা মনে মানুষ অধ্যাপক কালাচাঁদ শীল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬২ বার পঠিত

অধ্যাপক কালাচাঁদ শীল, অধ্যক্ষ নিউ গভঃ ডিগ্রী কলেজ রাজশাহী।

পটুয়াখালী জেলার সাধারণ কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

গ্রামীণ পরিবেশেই বেড়ে ওঠা তার। উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত পটুয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেন তিনি।

১৯৮৪ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে ভর্তি হন তিনি।

ছাত্র জীবন থেকেই তিনি শোষণমুক্ত সমাজতান্ত্রিক মানবতাবাদী আন্দোলন সংগ্রামে জড়িয়ে পড়েন তিনি।

সামরিক স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। ১৯৮৯ সালে ডাকসু নির্বাচনে তিনি জগন্নাথ হল ছাত্র সংসদে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

আনুষ্ঠানিক ছাত্র জীবন শেষে ১৪’শ বিসিএস পরীক্ষার মাধ্যমে ১৯৯৩ সালের নভেম্বর মাসে সরকারি ফজলুল হক কলেজ, চাখার, বরিশালে দর্শন বিষয়ের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি।

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে নানামুখী অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছেন তিনি।

তিনি ভারত, ভুটান, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, ও ইন্দোনেশিয়া ভ্রমণ করে বিস্তর জীবনাভিজ্ঞতা সঞ্চয় করেছেন তিনি।

তিনি মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তচিন্তার বিজ্ঞানমনস্ক আলোকিত মানুষ গড়ার কাজে নিরলস চেষ্টা করেছেন। তাঁর এ বিজ্ঞানমনস্ক চিন্তা থেকেই গত ১৮ই জানুয়ারি, ২০২৪ খ্রি, তারিখ রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসা বিজ্ঞানের উন্নতি এবং শিক্ষক- শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের জন্য মরণোত্তর দেহ দানপত্রে স্বাক্ষর করেন।

অবশ্যই একদিন মুক্তচিন্তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হবে এবং মানুষের মুক্তি আসবে- এ প্রত্যয় তিনি দৃঢ়ভাবে ধারণ করেন।

তাঁর চিন্তার কেন্দ্রবিন্দুতে থাকে মানুষ, মানবিক মূল্যবোধ, বাঙালি সাংস্কৃতি, ঐতিহ্যবোধ এবং বাস্তব জীবন থেকে আহরিত দর্শন ভাবনা। তাঁর প্রথম কাব্যগ্রন্থ আরো কিছুদিন বেঁচে থাকতে চাই’ ২০২২: দ্বিতীয় কাব্যগ্রন্থ আমাকে একা থাকতে দাও’ ২০২৩: তৃতীয় কাব্যগ্রন্থ আমার অসময়ের নিবেদন ২০২৪।

মোঃ শিবলী সাদিক রাজশাহী।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park