1. admin@dhakapost71.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:০৫ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭২ বার পঠিত

মোঃ মামুন সেখ
সিরাজগঞ্জ প্রতিনিধি৷

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর অপহরণের পর হত্যা ও অর্থ লুটের অপরাধে যাবজ্জীবন কারাদন্ড ও অর্থদন্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে সাজা প্রদানের ১৫ দিনের মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।

আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানী কমান্ডার, লেঃ কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজ।

এর আগে ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১২ টার সময় সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্তর এলাকা থেকে যাবজ্জীবন কারাদন্ড ও অর্থদন্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ইসমাইল শেখ ওরফে রাসেল শেখ (২৬) কে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামি সিরাজগঞ্জ সদর উপজেলার মাহমুদপুর ২নং গলির মৃত সাইফুল ইসলামের ছেলে মোঃ ইসমাইল শেখ ওরফে রাসেল শেখ (২৬)।

সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানী কমান্ডার, লেঃ কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজ এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৫ জুন ২০১৬ সালে সিরাজগঞ্জ জেলার পৌর এলাকার আলাউদ্দিন স্টোরের কর্মচারী ভিকটিম শামিম শেখ দোকানের বকেয়া টাকা উত্তোলনের জন্য সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় যায়। পরে রাত ১০টা পর্যন্ত তার সঙ্গে দোকান মালিক ও পরিবারের যোগাযোগ হলেও তারপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরের দিন উল্লাপাড়া উপজেলার বড়হর দক্ষিণপাড়া থেকে ভিকটিম শামিম শেখের মরদেহ উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ। এই ঘটনায় নিহতের বাবা শামসুল হক বাদী হয়ে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৩৭, তারিখ-২৭ জুন ২০১৬, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড।

পরবর্তীতে বিজ্ঞ আদালতে সাজাপ্রাপ্তদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ ১৪ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে স্বাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার সাইফুল শেখের ছেলে ইসমাইল শেখসহ আরো তিন জনকে যাবজ্জীবন কারাদন্ড ও অর্থদন্ডের সাজা প্রদান করেন।

এর ধারাবাহিকতায় র‌্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস অভিযানিক দল সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্তর এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর অপহরণকরতঃ হত্যা ও অর্থ লুটের অপরাধে যাবজ্জীবন কারাদন্ড ও অর্থদন্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ইসমাইল শেখ ওরফে রাসেল শেখ (২৬) কে বিজ্ঞ আদালত কর্তৃক সাজা প্রদানের ১৫ দিনের মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা ০২ টি মোবাইল ফোন, ০৪ টি সিম এবং নগদ ১,৪৮০ টাকা জব্দ করা হয়।

পরে গ্রেফতারকৃত আসামিকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park