মো: আলাউদ্দিন মিয়াজি
কচুয়া প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলায় বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠানে ভাঙচুর ও চাঁদা দাবির ঘটনায় সাবেক মন্ত্রী ও এমপিসহ ৮৯ জনের নামীয় এবং অজ্ঞাতনামা ৫০০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) কচুয়া থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে মতিউর রহমান।
মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে ঢাকা পোস্ট ৭১কে মামলার বিষয়টি নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) রিজওয়ান সাইদ।
মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর ও সাবেক এমপি ড. সেলিম মাহমুদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব আলম ও সাবেক মেয়র নাজমুল আলম স্বপনসহ ৮৯ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাতনামা ৫০০ জনকে বিবাদী করা হয়।