ফখর উদ্দিন-আমতলী প্রতিনিধি::
১৯৬০ সাল থেকে সারা বাংলাদেশ ব্যাপি সেবা দিয়ে যাচ্ছে এই ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল। তারই ধারাবাহিকতায় বরিশাল বিভাগীয় শাখার পরে সার্জারি বিভাগ এখন বরগুনা জেলার আমতলীতে। এখানে প্রতিদিন প্রায় এক থেকে দেড়শ লোক চিকিৎসার জন্য আসে, সপ্তাহে দুইদিন এখানে চোখের সার্জারি করা হয় শনিবার ও বুধবার।
বরিশাল থেকে দক্ষ ডাক্তার এসে সার্জারি করে থাকেন। এতে করে উপকূলীয় অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠী স্বল্প মূল্য হাতের নাগালে চোখের চিকিৎসা করাতে পারছে। এই হাসপাতালের উদ্যোগে একটি টিম গ্রামে গ্রামে গিয়ে সপ্তাহের সাত দিন ফ্রি চিকিৎসা দিয়ে থাকে। বিভিন্ন সময়ে সার্জারি ফ্রি করে থাকেন।
অপারেশনের রোগীদের সাথে কথা বলে জানা যায় বরিশালের বিভাগীয় চক্ষু সেবা সম্পূর্ণরূপে তারা আমতলী বসে পাচ্ছেন এতে করে তারা কম খরচে চক্ষু সেবা নিতে পারছেন এবং হাতের নাগালে তারা পাচ্ছেন।
হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে জানা যায় সাধারণ রোগীদের তারা নিজেদের পরিবারের লোক মনে করে সেবা দিয়ে থাকেন। তারা বলেছেন এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান তারা তাদের সর্বোচ্চ টা দিয়ে চেষ্টা করে যাচ্ছেন।
ফখর উদ্দিন (তহসিন)
আমতলী উপজেলা।