1. admin@dhakapost71.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইতালি মহানগর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের মাস্টারপাড়া থেকে টাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক। শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মাদারীপুরে পুলিশ দেখে পালালেন মাদক ব্যবসায়ী ইয়াবা উদ্ধার ঠাকুরগাঁওয়ে নামেই ভেটেরিনারি হাসপাতাল, চিকিৎসা সেবা নেই কাপ্তাইয়ে বিজয় দিবস শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত ইতালিতে আওয়ামী লীগের বিজয় দিবস পালিত ঝিনাইগাতীতে ভারতীয় মদ সহ আটক -১ ঢাকায় অপহৃত দুই বোনকে দশমিনা থেকে উদ্ধার কক্সবাজারের পেকুয়ায় ডাম্প ট্রাক- সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-৫

গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বসতঘরে হামলা- ভাঙচুর, আহত ৫

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

ডেক্স রিপোর্ট :
গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বসতঘরে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে। গত রোববার (১২ নভেম্বর) খেলা শেষে সন্ধ্যায় চিকনিকান্দি ইউনিয়নের সুতাবাড়ীয়ায় এ ঘটনা ঘটে। এতে নারীসহ আহত হয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়েছে ৫ জন। এর মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত হওয়ায় একজনকে বরিশাল হাসপাতালে রেফার করা হয়েছে। আহতরা হলেন, মোঃ জাবেদ হোসাইন (২৫), মোঃ আতিকুর মীর(১৭), মোসাঃ ফাতেমা বেগম(২৩),  মোসাঃ শিমলা বেগম(১৮)। তাদের সকলের বাড়ি উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের
০২ নং ওয়ার্ড, সুতাবাড়ীয়া গ্রামে।

এই ঘটনায় আহত জাবেদ হোসাইন (২৫) বাদী হয়ে একই এলাকার অভিযুক্ত মোঃ মোকছেদুল খা (১৯) কে এক নম্বর আসামি ও মোঃ বাইজিদ খাঁ(২০) কে দুই নম্বর আসামি করে ৮ জনের নাম উল্লেখ করে গলাচিপা থানায় এজাহার দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টেে  আতিকুরের দলের সাথে মোকছেদুলের দলের খেলা চলাকালীন হ্যান্টবলে পেনাল্টি শর্ট নিয়ে বিরোধ হয়। এসময় খেলা কমিটির মাধ্যমে বিরোধ মিমাংসা করা হয়। কিন্তু এ ঘটনার জের ধরে পরিকল্পিতভাবে সন্ধ্যায় মোকছেদুল খাঁ দেশীয় অস্ত্রসস্ত্র ও দলবল নিয়ে বাদীর ঘর বাড়িতে হামলা-ভাঙচুর চালায়। এসময় বাড়ির লোকজনকে মারধর করে গুরুতর আহত করে।

এ বিষয়ে বাদী মোঃ জাবেদ হোসাইন বলেন, সন্ধ্যায় বাজার থেকে আমি ও আমার স্ত্রী মোটরসাইকেলে বাড়ি ফিরছিলাম। বাড়ির সামনে আসতেই দেখি মোকছেদুল খাঁ ১০/১২ জন ছেলে নিয়ে দাঁড়িয়ে আছে। সবার হাতে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র। আমাদের দেখেই তারা হামলা চালায়, মারধর শুরু করে। পরে বাড়িঘর ভাঙচুর করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোঃ জহির মৃধা বলেন, ঘটনার সময় তিনি এলাকায় ছিলেন না। তবে মোকছেদুল খাঁ ও তার সঙ্গীদের উশৃংখল উল্লেখ করে তিনি বলেন, ঘরবাড়িতে হামলা করে মারধর করেছে তারা।

অভিযোগের বিষয় জানতে, মোকছেদুলের ফোনে একাধিকবার ফোন করলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বলেন, এ বিষয়ে এজাহার দাখিল হয়েছে। ঘটনা তদন্ত করে আসামি গ্রেফতার ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park