নুর আলাম বিপ্লব নোয়াখালী
১২ নভেম্বর( রবিবার) সকাল ১০ ঘটিকায় কবিরহাট উপজেলার চাপরাশিরহাট বাজারে ডি,সি মার্কেটে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স শাখায় ২০২০ সালে ডিপিএস পূর্ণ হওয়ার পরও টাকা না পাওয়ায় তিনজন অফিস কর্মচারীকে ভিতরে রেখে বাহিরে তালা দিয়ে দেয়,গ্রাহকদের অভিযোগ শাখা প্রধান হাসিনা আক্তার অফিসে আসে না, টেলিফোন করলে বিভিন্ন কারণ দেখিয়ে ফোন রেখে দেয়,বিক্ষুব্ধ গ্রাহকগণ অফিসে তালা দেওয়ার পর খবর পেয়ে ১০,৩০ মিনিটে শাখা প্রধান হাসিনা আক্তার অফিসের গেটে আসেন, হাছিনা আক্তার বলেন আমাদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম এই প্রতিষ্ঠান থেকে অনেক টাকা লোপাট করে নিয়ে গেছে, বর্তমান চেয়ারম্যান শেখ কবির সমন্বয় করে গ্রাহকদের বকেয়া টাকা পরিশোধ করিতেছে, আমি নিজেও নিয়মিত অফিস আসি না, উপস্থিত গ্রাহকদের মাঝে তানিয়া বেগম, রেজাউল হক, আবু জাহের, রাজিয়া বেগম, বলেন আমরা আমাদের টাকার আশ্বাস না পেলে, ভিতরে কর্মচারীদের কে বের হতে দেব না, আমরা আমাদের আমানতের টাকা ফেরত চাই, পরে শাখা প্রধান হাসিনা আক্তার ঊধ্বর্তন কর্মকর্তাদের সাথে কথা বলে আশ্বস্ত করেন আগামী তিন মাসের মাঝে ধারাবাহিকভাবে সবার টাকা পরিশোধ করবে, পরে ১,৩০ মিনিটে গ্রাহকগন অফিসের তালা খুলে দেয়,