নিজস্ব প্রতিবেদক :
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন এর ৮নং ওয়ার্ডের মোঃ সুলতান হাওলাদার এর ছেলে এইচ এস সি পরীক্ষার্থী জাহিদ কে কুপিয়ে জখম করেছে একদল কিশোর গ্যাং বাহিনী।
আহত জাহিদ নিয়ামতি সি,এন,বি,ডিগ্রি কলেজের(মানবিক) শাখার একজন মেধাবী ছাত্র। মহেশপুর মাধ্যমিক বিদ্যালয় ২০২৪ সালের এইচ এস সি পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থী তিনি।
১৫ই আগষ্ট বৃহস্পতিবার রাত ৮ঃ০০ সময় নিয়ামতি বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে যাবার সময় পথিমধ্যে পিছন থেকে দাঁড়ালো ছুড়ি ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক যখম করে এবং মারা গেছে ভেবে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় কিশোর গ্যাং বাহিনী। বর্তমানে আহত জাহিদ বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
আহত জাহিদ জানান তাকে কুপিয়ে যখম করার সময় তিনি দুইজন ব্যক্তিকে চিনতে পেরেছে। তারা হলো একই গ্রামের সোহরাব হোসেনের ছেলে কিশোর গ্যাং লিডার সজীব ও আলম ফরাজির ছেলে সাইফুল ফরাজীসহ অজ্ঞাত আরো ৮/১০ লোক তাদের থাকা দাঁড়ালো রামদা, চাপাতি হাতে দাঁড়িয়ে ছিলো।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, নিয়ামতি কিশোর গ্যাং বাহিনীর হাতে পরীক্ষার্থী আহত হয়েছে। এমন ঘটনার বিষয় আমি জানতে পেরে সাথে সাথে ঘটনাস্থানে পুলিশের একটি টিম পাঠিয়েছি। আমি এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। তবে লিখিত অভিযোগ পেলে আমি আসামীদের গ্রেফতার করে আদালত এর মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা গ্রহন করা হবে। চট্টগ্রাম স্টাফ রিপোর্টার মোঃ জিহান