1. admin@dhakapost71.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০২:০২ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপির অবস্থান ও সমাবেশ কর্মসূচি পালন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ৩৭ বার পঠিত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই সরকারের মন্ত্রী-সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে অবস্থান ও সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।
কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় থেকে “হই হই রই রই, শেখ হাসিনা গেল কই’ শেখ হাসিনার চামরা তুলে নিব আমরা” শ্লোগানে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমবেত হয়।মিছিল শেষে অবস্থান কর্মসূচিতে ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে গুম-খুন করা হয়েছে। এমনকি ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডে জড়িত থাকার দাবি করে তারা শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবি জানান বক্তারা। এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপি সহ দলটির অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park