নুর আলাম বিপ্লব নোয়াখালী —
–নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে, ৩১শে অক্টোবর ( মঙ্গলবার) সকাল ১১ টায় কবিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সবকক্ষে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়,উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) অমিত দেবনাথ, কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) রফিকুল ইসলাম, কবিরহাট উপজেলার ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা নজির আহমেদ, কবিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুুজ্জমান,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এস কে দেব নাথ,প্রাথমিক শিক্ষা অফিসার লাভলি ইয়াছমিন,ইউ,পি চেয়ারম্যান জসীমউদ্দীন,হাজী মোহাম্মদ ইলিয়াস, সিরাজুল ইসলাম, আলা উদ্দিন, সাংবাদিক রেজাউল করিম, নুর আলাম বিপ্লব, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ রুবেল, নজরুল ইসলাম, এবং বিভিন্ন বাজারের বাজার কমিটির সভাপতি ও সেক্রেটারিগণ
উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তা বৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন গত কয়েকদিন উপজেলার বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল নেই, ব্যবসায়ীগণ দ্রব্যমূলক ক্রয় বিক্রয়ের মূল্য তালিকা দোকানে না টাঙ্গিয়ে ইচ্ছেমতো মালামাল বিক্রি করিতেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা বলেন জনগণ সচেতন হতে হবে আমরা বাজার মনিটরিং করিতেছি, আগামীকাল থেকে প্রত্যেক বাজারে, বাজার কমিটি উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বাজার মনিটর করা হবে, কেউ অস্বাভাবিকভাবে মালামাল গুদামজাত করে কৃত্রিম সংকট সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, ইতিমধ্যে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় মিথ্যে দ্রব্যমূল্যের দাম লিখে গুজব ছড়াচ্ছে।