1. admin@dhakapost71.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:২০ পূর্বাহ্ন

বাবুবাবুগঞ্জের (আগরপুরে) মরা গরু জবাইয়ের দায়ে জেল জরিমানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৬১ বার পঠিত

DhakaPost71: এইচ এম মনিরুজ্জামান লিডার /জেলা প্রতিনিধি(বরিশাল):

অর্থের বিনিময় ঘটনা ধামা চাপা দিতে মরিয়া উঠছেন আগরপুরের মাংশ ব্যাবসায়িরা। কিন্ত শেষ রক্ষা হয়নি।

ঘটনাটি ঘটছে আজ বুধবার ১০h জুলাই রাত ১০ টার দিকে বাবুগঞ্জর বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর গ্রামের শাজাহান ফকিরের পুত্র শোহান ফকিরের বাড়িতে।

একাধিক শুত্রে জানা গেছে গরুটি মুমুর্শ অবস্থায় গৌরনদী উপজেলার টরকি বন্দর থেকে অল্প মুল্যে ক্রয় করে আত্ম গোপন করে রাখেন আগর পুর গ্রামের মাংস ব্যাবসায়ী সেন্টু সুমন ইয়ামিন মজিদ ওরফে কশাই মজিদ ও তার মেয়ে জামাই পিন্টু।

গতকাল রাত ১০ টার দিকে গরুটি মারা গেলে সোহান ফকিরদের বাড়ির আড়ালে নিয়ে তরিঘরি করে জবাই দিয়ে মাংশ সরানোর চেষ্টা চালিয়েছেন বলে এমন অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা স্হানিয়রা স্ংবাদ কর্মিদের ফোন দিলে তারা ঘটনা স্হানে এসে তথ্য ও উপাথ্য নিলে তাদেরকে টাকা পয়সা দিয়ে ধামা চাপা দিতে চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়ছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমানের সাথে কথা হলে তিনি গতকাল রাতেই প্রয়োজনিয় ব্যাবস্তা নিয়ে জবাই কৃত গরুর মাংশ সহ ব্যবসায়ী কালাম তাল্লুকদার ৬০ কে আটক করতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে।

আজ ১১ জুলাই বৃহস্পতিবার সকালে আটক কৃত কালামকে এই অপরাধের জন্য ২৫ হাজার টাকা জরিমানা সহ ৭ দিনের জেল দিয়ে বরিশালের কারাগারে পাঠিয়েছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও (নির্বাহী মেজিষ্ট্রেট) মোসম্মৎ শাকিলা রহমান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park