মোঃ মুকুল মিয়া (প্রতিনিধি) গংগাচড়া, রংপুর।
উপজেলা পরিষদ হলরুমে সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়।
পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ” উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক” প্রকল্পের আওতায় প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন, নাহিদ তামান্না, উপজেলা নির্বাহী অফিসার। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ড.মোহাম্মদ সাহাদাত হোসেন,প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা,রংপুর,আরও উপস্থিত ছিলেন, কৃষিবিদ সোলায়মান আলী,কৃষিবিদ, সৈয়দ শাহিনুর ইসলাম, রংপুর -১ আসনের এমপি প্রতিনিধি আঃ মতিন অভি, জেলা পরিষদ সদস্য ক্ষ্যান্তরানীসহ আরও অনেকে।
প্রশিক্ষণ শেষে সেরা পাট চাষীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে সেরা পাট চাষী নির্বাচিত হয় আরিফুল ইসলাম মিঠু।