পঞ্চগড় প্রতিনিধি মো নয়ন আলী
পঞ্চগড়ে গত ২৭ ঘন্টায় ১৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাত না থাকলেও হালকা মাঝারি ও মুষলধারায় বৃষ্টিপাত হচ্ছে। এতে জনজীবনে কিছুটা স্থবিরতা দেখা গেছে।পঞ্চগড়ে সকাল থেকে বৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। পঞ্চগড়ে সকাল থেকে বৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
বৃষ্টির জন্য অনেকে ছাতা নিয়ে বের হলেও অনেকেই প্রয়োজনের ক্ষেত্রে বৃষ্টিতে ভিজছেন। এছাড়া জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অন্যদিনের তুলনায় মানুষের উপস্থিতি অনেকটা কম। রোববার (৭ জুলাই) সকাল থেকে জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে এমনটাই দেখা গেছে।
শহরের জালাসি এলাকার আজিজ বলেন, ‘গত কয়েকদিন ধরে বৃষ্টির কারণে লোকজন ঠিকমতো কাজ করতে পারছেন না। সবাইকে কিছুটা দুর্ভোগে পড়তে হচ্ছে।
অমর খানা ইউনিয়নের আমির কে বলেন, ‘আমরা বৃষ্টির কারণে কাজে যেতে পারছি না। তাই পরিবার নিয়ে চরম ভোগান্তিতে পড়েছি।’
রিকশা চালক নাজমুল বলেন, ‘সকালে বৃষ্টির কারণে বাজারে মানুষের উপস্থিত একেবারে কম। আমাদের আয় রোজগারও কমে গেছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল ঢাকা পোষ্ট ৭১ কে বলেন, ‘তীব্র দাবদাহের পর জেলায় স্বস্তির বৃষ্টি হয়েছে। গত শনিবার (৬ জুলাই) থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এদিকে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত পরবর্তী ৩ ঘণ্টায় ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত ২৭ ঘণ্টায় ১৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।’