নুর আলাম বিপ্লব (নোয়াখালী জেলা প্রতিনিধি)
নোয়াখালী কবিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন মেনে সড়কে চলি স্মার্ট বাংলাদেশ গড়ি এই স্লোগানে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ পালন করেছে। রবিবার (২২ শে অক্টোবর) দুপুর ১২ ঘটিকায় কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানার নেতৃত্বে র্যালি শেষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লাবলী ইয়ামিন, কবিরহাট প্রেসক্লাবের সহসভাপতি রেজাউল করিম, প্রেস ক্লাবের সম্পাদক ( ভাঃ) ও কবিরহাট সি এনজি মালিক সমিতির সভাপতি নুর আলম বিপ্লব, ধানসিড়ি ইউনিয়নের চেয়ারম্যান কামাল খান। সভাপতির বক্তৃতায় উপজেলা নির্বাহী ফাতিমা সুলতানা বলেন, জনগণ সচেতন হতে হবে, সড়কে আজ স্কুল কলেজের ছোট ছেলেরা বেপরোয়া মোটরবাইক চালায়,আইনের মাধ্যমে জরিমানা করে তাদের থেকে আদায় করা কষ্ট হয়ে যায়, গাড়ির মালিকগন, মাদক মুক্ত ড্রাইভার দেখে তাদের হাতে গাড়ি দিন। বর্তমান সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে সড়কে নিহতদের জন্য ৫ লক্ষ এবং আহত ব্যক্তির জন্য ২ লক্ষ টাকা পণোদনা দিচ্ছে। আমরা আইন মেনে চললে, সড়কের দুর্ঘটনা কমে যাবে।