নিতীশ সূত্রধর স্টাফ রিপোর্টার :
কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১ অক্টোবর বুধবার সকালে উপজেলা পরিষদের হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক,নেত্রকোনা-তিন আসনের এমপি অসীম কুমার উকিল।আরো বক্তব্য রাখেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অনিল চন্দ্র ভদ্র,সাধারণ সম্পাদক সজল কুমার সরকার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:নুরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভুঞা,সাধারন সম্পাদক পৌর মেয়র মোঃ আসাদুল হক ভুঞা,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.রাজীব হোসেন,
এ সময় উপজেলার সকল ইউনিয়নের ৫১ টি পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক জনপ্রতিনিধি প্রশাসনের কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।