নুর আলাম বিপ্লব নোয়াখালী:-
নোয়াখালী কবিরহাট উপজেলার দুই নং সুন্দলপুর ইউনিয়নের এই গৃহ পরিচালিকার আত্মহত্যার খবর পাওয়া গেছে, নোয়াখালী হাতিয়া উপজেলার উত্তর শান্তিপুর চানন্দী ইউনিয়নের আবুল কাশেম এর মাতৃহারা ছোট শিশু মেয়ে লাইজু আক্তার (১১)অভাবের তাড়নায় ৪ বছর পূর্বে নোয়াখালী খোকনের বাসায় কাজ নেয়,কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ছায়দলহক মেম্বার বাড়ির খোকনের বেয়াই শামসুল হক মাস্টার এক বছর পূর্বে লাইজুআক্তারকে নিয়ে আসে তার বাসায় কাজ করার জন্য। গতকাল বিকেল তিনটায় কাজের মেয়েকে বাসায় রেখে শামসুল হক স্বামী স্ত্রী বাইরে যায়, বিকেল চারটায় স্কুল ছাত্রছাএীরা স্কুল থেকে যেতে শামসুল হক মাস্টারের ঘরের বারান্দায় একটি চূড়ান্ত লাশ দেখতে পায়। মাস্টার কে খবর দিলে উনি ঘরে এসে উপজেলার কবিরহাট থানায় টেলিফোন করেন টেলিফোন পেয়ে কবিরহাট থানা থেকে পুলিশ এসে রাতে লাস নিয়ে যায়, আজ সকালবেলা ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য লাশ প্রেরণ করা হয়, আজ( ২৭/০৯/২০২৩)বিকেল গৃহ পরিচালিকার বড় বোন শারমিন আক্তার বাদী হয়ে কবিরহাটথানায় একটা অপমৃত্যু মামলা দায়ের করেন। এই ব্যাপারে সাংবাদিকগণ গৃহকর্তা শামসুল হক মাস্টারের সাথে অনেক চেষ্টা করে ওকথা বলতে পারে নাই, উনার ঘর থেকে একজন লোক এসে সাংবাদিকদের বললো উনি টেনশনে আছেন, কথা বলবে না।রাত ৮টায় ময়না তদন্ত শেষে গৃহ পরিচালিকার লাস তার বাবা হাতিয়া নিয়ে নিজ বাড়ির দরজায় দাফন সম্পন্ন করা হয়, এই ব্যাপারে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রফিকুল ইসলাম বলেন গতকাল একজন গৃহ পরিচালিকার মৃত্যুর খবর পেয়ে সাথে সাথে আমার থানা থেকে এস আই আবদুর রাজ্জাককে পাঠায় উনি গিয়ে একটি ঝুলন্ত লাশ উদ্ধার করা থানায় নিয়ে আসে। আজ সকালে লাশটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেলার হাসপাতালে পাঠিয়ে দিই। বিকেল চারটায় তার বড় বোন বাদী হয়ে, একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন।