1. admin@dhakapost71.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০১:৫১ পূর্বাহ্ন

ধামরাইয়ে পুলিশ কর্মকর্তার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ১২৭ বার পঠিত

খালেদ বীন আঃ আজিজ (ধামরাই,ঢাকা)।
ঢাকার ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের ২০০ শত সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৯ এপ্রিল) বিকেলে বাংলাদেশ পুলিশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার ধামরাইয়ের কৃতি সন্তান শহিদুল ইসলামের উদ্যোগে সামাজিক সংগঠন জিআরটি (গ্লোবাল রিলিফ ট্রাস্ট) বাংলাদেশের সহযোগিতায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আওলাদ হোসেনের সভাপতিত্বে যাদবপুর বিএম স্কুল এন্ড কলেজের মাঠে অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম ঈদ সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, জিআরটি এর অডিট অফিসার মাসুম বিল্লাহ, আলোকিত যাদবপুর সংগঠনের কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতি প্যাকেটে ছিলো চাল, ডাল, তেল, লবণ, চিনি, লাচ্ছা সেমাই, গুড়া দুধ, হলুদ-মরিচের গুড়া, মসলা এবং একটি করে জ্যান্ত মুরগী।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম বলেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারি।
উল্লেখ্য, এই পুলিশ কর্মকর্তা করোনা মহামারীর শুরু থেকেই ধামরাই সহ বিভিন্ন এলাকায় অসহায়-দুস্থ মানুষের কল্যাণে অকাতরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park