-নুর আলাম বিপ্লবঃ
নোয়াখালী কবিরহাট উপজেলায় ৫ নং চাপরাশিরহাট ইউনিয়নেরামেশ্বর পুর গ্রামে দুই ভাইয়ের মাঝে জায়গা জমিনিয়ে দীর্ঘদিনের বিরোধ,এক ভাই কামাল পরিবার নিয়ে ঢাকা বসবাস করে আরেক ভাই মুক্তিযোদ্ধা সাবেক শিক্ষক আব্দুল হাই মাষ্টার বাড়িতে বসবাস করে, বাড়ির সবার চলাচলের পথ বন্ধ করে গেট নির্মাণ অভিযোগ উঠে বড় ভাই আব্দুল্লাহ মাস্টারের বিরুদ্ধে, গত বৃহস্পতিবার (৩১ আগষ্ট) বিকেলে কবিরহাট উপজেলা চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে সাতবাড়িয়ায় এলাকায় এই ঘটনা ঘটে, ভুক্তভোগীর মোস্তফা কামালের অভিযোগ সূত্রে জানা যায় সে দীর্ঘদিন তার পৈতৃক সম্পতি ভোগ করে আসছে, হঠাৎ মৃত তবারক আলীর ছেলে তার ফুফাতো ভাই আবদুল হাই মাষ্টার তার ভোগ দখলীকৃত জায়গা তার দাবী করে, যাহা ভিত্তিহীন। গত কয়দিন ধরে মাস্টার মাষ্টার ইট বালু সিমেন্টনিয়ে প্রবেশ পথে একটা গেট নির্মাণ কাজ শুরু করে, এতে আমার লোকজন বাধা দিতে গেলে মাস্টার ও তার লোকজন আমার লোকের উপর হামলা করে, তাই আমি আমার সম্পত্তি বুঝে পাওয়ার জন্য এবং লোকজনের উপর হামলার বিচার চেয়ে কবিরহাট থানার একটি অভিযোগ দাখিল করি।এ বিষয়ে আব্দুলহাই মাস্টারের নিকট জানতে চাইলে তিনি বলেন কামাল থানায় অভিযোগ করেছে কাগজপত্রের ভিত্তিতে থানায় যে সিদ্ধান্ত নেবে তাহা আমি মেনে নেব। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন হাটার চলাচলের পথ বন্ধ নিয়ে থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে, যাহা তদন্তাধীন।