ডেক্স রিপোর্ট ::–
ফরিদপুর ২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর চৌধুরী নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নে দুটি সড়কের শুভ উদ্বোধন কররেন। ২৭ আগস্ট রবিবার সকালে উপজেলার চাঁদহাট থেকে হরিরহাট, নিখরহাটি থেকে রামেরচর পযন্ত সড়কের ভিত্তি প্রস্তার স্হাপনের শুভ উদ্বোধন করেন। পরে চরযশোরদী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় চরযশোরদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ এর সঞ্চালনা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন চরযোশরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চরযোশরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির – এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার রিটা, চরযোশরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুর রহমান পথিক তালুকদার, চরযোশরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অহিদুল বারী আলম খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মারুফ হোসেন বকুল চৌধুরী, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মিয়া সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এরপর বিকালে তালমা ইউনিয়নের ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ে অটিস্টিক,প্রতিবন্ধী,হত দরিদ্রদের মাঝে আর্থিক অনুদান তুলেদেন এমপি শাহদাব আকবর চৌধুরী লাবু।