শোকাবহ আগস্ট উপলক্ষ্যে নেত্রকোণা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
নেত্রকোণা পাবলিক হলে শোকাবহ আগস্ট উপলক্ষ্যে আজ শনিবার সকাল সাড়ে ১১টায় ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এককালীন অনুদানের চেক বিতরণের আয়োজন করে জেলা প্রশাসন।
এসময় ২১২ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার টাকা করে মোট ১০ লক্ষ ৬০ হাজার টাকার এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়।
চেক বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশে শিক্ষাক্ষেত্রসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। নেত্রীর নামে জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে, মেডিকেল কলেজ হয়েছে। এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে আবারো আগামী নির্বাচনে সকলে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় পাঠাতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই কেবল দেশের উন্নয়ন সম্ভব। তা না হলে বাংলাদেশ আবার পিছিয়ে পড়বে।
জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আলাল উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা।