মোল্লা মনিরুজ্জামান মনির ,,ইতালি প্রতিনিধিঃ
বাংলাদেশ সরকার ঘোষিত শতভাগ ওয়েজ আর্নার কার্ডের সদস্যপদ নিয়ে এগিয়ে যাচ্ছে সন্দ্বীপ প্রবাসী কল্যাণ ট্রাষ্ট। এই সংগঠন কে সুসংগঠিত রাখতে অনুষ্ঠিত হয়ে গেলো সবাই প্রার্থী, সবাই ভোটার এ স্লোগানে সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী ২০২৪ -২০২৬ সেশনের পরিচালনা পরিষদ নির্বাচন।
শুক্রবার রোমের প্রাণকেন্দ্র লার্গো প্রেনেস্তে পপি বার এর হলরুমে দুপুর ২ টা থেকে শুরু হওয়া নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটগ্রহন শেষ হয় সন্ধ্যা ৭টায় । সংগঠনের সদস্য সংখ্যা কম হলেও দিনব্যাপি ভোট দেয়ার সুযোগ থাকায়, যে যার সুবিধামত ভোট কেন্দ্র আসনে। শুধু উপস্থিত ভোট নয় ইতালির বাহিরে থাকা সদস্যরাও অনলাইনের মাধ্যমে সুযোগ পেয়েছেন ভোট দেয়ার।
রাত ৮ টায় ভোট গণনা শেষে বিজয়দের নাম ঘোষনা করেন নির্বাচন কমিশিন।
সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাহী প্রধান নির্বাচিত হন ছাবের মুহাম্মদ জামাল
সদস্য সচিব মোঃ মোজাম্মেল হোসেন চৌধুরী
অর্থ সচিব মোঃ কামরুল হাসান ,মোঃ হেলাল উদ্দিন ও মোয়াজ্জেম হোসেন
এছাড়াও সদস্য পদে জহিরুল ইসলাম শিপন ও মনির হোসেন জাবেদ সর্বোচ্চ ভোটে আগামী ২ বছেরের জন্য দায়িত্ব প্রাপ্ত হন।
নব নির্বাচিতরা সকলকে সাথে নিয়ে এই সংগঠনকে আরো গতিশীল ও মানুষের সেবা করা প্রতিশ্রুতি প্রদান করে বলেন সকল সদস্যের সহযোগীতা পেলে এই সংগঠন রোমের শ্রেষ্ঠ সংগঠনে পরিণত করা সম্ভব হবে।
ভক্সপপ নব নির্বাচিত কমিটি ৩ জন
নতুন দায়িত্বপ্রাপ্তদের শুভেচ্ছা জানিয়ে সংগঠনের একজন গার্ড হিসেবে কাজ করার আহ্বান করেন উপদেষ্টাগণ।
উপদেষ্টা ৪জন
নির্বাচন পরিচালনা দ্বায়িত্বে ছিলেন, হাজী শামসুল কবির, মফিজুর রহমান, মুন্সি বেলায়েত ও শহীদুল ইসলাম,
এছাড়াও সার্বিক সহযোগীতায় ছিলেন, সংগঠনের বিদায়ী সভাপতি মাহবুবুল মাওলা নাছির, সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন সহ আরো অনেকে ।