1. admin@dhakapost71.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০১:১৬ পূর্বাহ্ন

নড়িয়া উপজেলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ খ্রি উদযাপন উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২২ বার পঠিত

মু আ হা ইবনে জালাল।
শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৫৩ তম ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ খ্রি উদযাপন উপলক্ষ্যে নড়িয়া উপজেলার ১৪ টি ইউনিয়ন, ০১ টি পৌরসভার তালিকাভুক্ত ১১ শত মুক্তিযোদ্ধার মধ্যে জীবিত এবং অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধা ও শহীদ,মৃত্যুবরণ কারী পরিবারের সদস্যদেরকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মান ও সংবর্ধনা দেওয়া হয়।

রবিবার সকাল ১০ টায় সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শংকর চন্দ্র বৈদ্য এর সভাপতিত্বে, নড়িয়া বিহারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মিন্টু চন্দ্র রায়ের সঞ্চালনায়, নড়িয়া মডেল মসজিদের মুয়াজ্জিন জনাব হাফেজ মোঃ সাফওয়ান এর পবিত্র কুরআন তেলাওয়াত ও নড়িয়া উপজেলা কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত জনাব মিলন চন্দ্র গাংগুলী এর গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল যথা বি এন পি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, খেলাফত আন্দোলন বাংলাদেশ, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা সহ বিপুল সংখ্যক সূধীজন উপস্থিত ছিলেন। প্রথমেই মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। পরবর্তীতে তাদের কে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বেপারী,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মৃধা,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ,বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান,বীর মুক্তিযোদ্ধা এ কে এম মজিবুর রহমান খান,বৈশাখী টিভি প্রতিনিধি ও নড়িয়া উপজেলা প্রেসক্লাব সভাপতি, খেলাফত আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য জনাব মাওলানা মোঃ মাহমুদুল হাসান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হাকিম,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম রাজন,উপজেলা যুবদল সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান খোকন,উপজেলা বি এন পি সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ মমিনুল হক স্বপন মাঝী,উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ এর সভাপতি জনাব কাজী মাওলানা মোঃ আবুল বাশার,উপজেলা বি এন পি সাবেক সভাপতি জনাব মোঃ আলাউদ্দিন আল আজাদ, উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক জনাব মোঃ ফরিদ আহমেদ রয়েল মাঝী,উপজেলা বি এন পির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মুন্সী শামসুল আলম দাদন,নড়িয়া থানা ইনচার্জ জনাব মোঃ আসলাম উদ্দিন মোল্লা।সভায় উপজেলা বি এন পির সাবেক সভাপতি জনাব মোঃ আলাউদ্দিন আল আজাদ বলেন বিগত সরকারের আমলে স্থানীয় নেতাদের সহযোগিতায় নড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম জনাব মোঃ দেলোয়ার হোসেন সিকদার কে জামায়াতে ইসলামী দল করার কারণে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়। এছাড়া নড়িয়া বিহারী লাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাস্টার সোহরাব উদ্দিন কে একই দল করার কারণে মুক্তিযোদ্ধার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়। অন্যান্য বক্তা গণের মধ্যে কেউ কেউ অভিযোগ করে বলেন,আরো অনেক মুক্তিযোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া বর্তমান উপজেলা বি এন পি সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব মুন্সী শামসুল আলম দাদন অভিযোগ করে বলেন,আমি মুক্তিযোদ্ধা তালিকার প্রথমে থাকা সত্বেও আমাকে বারবার বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে।আজ দীর্ঘ বহু বছর পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আসতে পেরেছি।
সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শংকর চন্দ্র বৈদ্য তার বক্তব্যে বলেন,মুক্তিযোদ্ধা গণ স্বাধীন বাংলাদেশের সূর্য সন্তান।আমি আজ সরকারি দায়িত্ব পালন করে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও সংবর্ধনা দিতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।আপনারা মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন বলেই তো আমরা আজ সরকারি কর্মকর্তা হতে পেরেছি। আপনাদের ঋণ অপরিশোধ্য। যারা অভিযোগ করেছেন,তাদের অভিযোগ গুলো খতিয়ে দেখে বিধান অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।অনেক মুক্তিযোদ্ধা বলেছেন, কোন ভাতা বা সুবিধার জন্য যুদ্ধ করেন নি।দেশ মাতৃকার টানে আপনারা যুদ্ধ করেছেন। সুতরাং বিভেদ না করে দেশের জন্য সকলেই ঐক্যমত্য সহকারে কাজ করে দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে আমরা সকলে এগিয়ে আসি।এই প্রত্যয় ব্যক্ত করছি।
অতএব তিনি সকলের প্রতি শুভকামনা জানিয়ে এবং হালকা নাস্তার ব্যবস্থা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park