ওসমান গনি চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি,
কুমিল্লার চান্দিনা পৌরসভা এলাকাধীন তুলাতুলী গ্রামের একটি ফসলী জমিতে পুকুর কেটে ইট ভাটায় মাটি বিক্রি করার অভিযোগ উঠেছে ওই গ্রামের রুহুল আমীনের বিরুদ্ধে। পার্শ্ব জমির মালিক হাজী সামছুল হক,আব্দুল হান্নান,মোঃ হাবিবুল্লাহ,মোঃ ইউনুছ,মোঃ খলিল,আব্দুর রহমান ,আব্দুল খালেক সহ অনেকে জানান,তুলাতুলী গ্রামের রুহুল আমীন নামে এক ব্যাক্তি সম্প্রতি কৃষি ফসলী মাঠে ৪২ শতাংশ জমি কিনে প্রায় ১০/১২ফুট গভীর করে পুকুর কেটে ব্রিক ফিল্ডে মাটি বিক্রি করছিল। এছাড়া তারা সরকারী প্রণোদনা কৃষি প্রদর্শনী সরিষা ক্ষেত সহ অন্যান্যদের আবাদকৃত ফসলের উপর ড্রাম ট্রাক দিয়ে মুড়িয়ে মাটি নিচ্ছিল।
এ সময় পার্শ্ব জমির মালিকরা বাঁধা দিলেও রুহুল আমীন মাটি কাটা বন্ধ করেনি। মঙ্গলবার ( ১০ ডিসেম্বর ) সকালে কৃষি কর্মকর্তা মোঃ মোশের্দ আলম এবং ভূমি অফিসের নায়েব মোঃ সোলাইমান মাটি কাটা বন্ধ করে দিয়ে আসে। এলাকাবাসী আরো জানায়,তাদের নিষেধের পর আদেশ অমান্য করে রাতে ১০/১২টি ড্রাম ট্রাক দিয়ে কয়েক হাজার ঘনফুট মাটি কেটে নিয়ে যায়।
খবর পেয়ে বুধবার ( ১১ ডিসেম্বর ) সন্ধ্যায় চান্দিনা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ তাছবীর হোসেন ঘটনাস্থলে যান। সেখানে মাটি কাটার লোকজন না পেয়ে মাটি কাটার এক্সকেভেটর ( ব্যাক-হো ) ব্যাটারী খুলে এবং ভাংচুর করে এটিকে অকার্যকর করে দেয়। চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন জানান, আমরা ক্ষতিগ্রস্থ এলাকাবাসীর লিখিত অভিযোগ পেয়েছি। এব্যাপারে আমরা আইনী ব্যবস্থা নিব।