ওসমান গনি,চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি,
কুমিল্লার চান্দিনা উপজেলার বদরপুর – নবাবপুর সড়কের পাশে শিমের চাষ করে নিজের ভাগ্যের পরিবর্তনের চাকা গুরিয়েছেন উপজেলার মেহার গ্রামের হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের সাথে আলাপ করলে তিনি জানান, তার বাড়িতে গাছ গাছরা ও শাক সবজি লাগানোর জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে তিনি সখ করে রাস্তার দুই পাশে নিজ উদ্যোগে নিজের পরিবারের চাহিদার মেটানোর জন্য শিমের চাষ করেন। রাস্তা দুইপাশ উঁচু হওয়ার কারণে কার্তিক মাসের শেষ দিকে তিনি দুই পাশে যথেষ্ট শিমের বিচি রোপন করেন। ধারণা ছিল বাড়িতে যেহেতু জায়গা কম তাই নিজের পরিবারের শাক সবজির চাহিদা মেটাতে বাজার থেকে সবজি কিনে খাইতে হয়। বাজার থেকে যাতে আর কোন সবজি কিনতে না হয় সেজন্য তিনি নিজে রাস্তার দুই পাশে বিভিন্ন সবজির বিচি রোপন করেন। সবজির ফলন হয়েছে আশানুরূপ ,যা তিনি কখনো কল্পনাও করতে পারেননি। শিম ও লাউয়ের বিচি পৃথক পৃথকভাবে রোপন । এখন দুইটারই ফলন এসেছে একসাথে, যার কারণে তিনি নিজের পরিবারের চাহিদা মিটিয়ে এখন বাজারে মোটা অংকের টাকার বিনিময়ে সবজি বিক্রি করে থাকেন ,এতে করে তিনি মহা খুশি। তিনি এখন বাড়ির আশেপাশের লোকজনদেরকে বুদ্ধি দিয়ে থাকেন বাড়িতে পর্যাপ্ত জায়গা না থাকলেও রাস্তার দুই পাশে খালি জায়গায় বিভিন্ন সবজির চাষ করলে নিজের পরিবারের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করা যায় এবং কীটনাশক মুক্ত সবজি নিজে খাওয়া যায় এবং অন্যদেরকেও খাওয়ানো যায়। তাই সকলের কাছে অনুরোধ যাতে সবাই রাস্তার পাশে খালি জায়গায় নিজেরা বিভিন্ন সবজি চাষ করে থাকে। রাস্তার পাশে সবজি চাষের কোন ভয় নাই কারণ এই জায়গা উচু হওয়ার কারণে এখানে কোন পানি আসতে পারে না ,তবে সবজির প্রয়োজন মত নিজে থেকে মাঝে মাঝে পানি গোবর সার দিতে হয় অন্য তেমন কোন কিছুর প্রয়োজন হয় না।