ওসমান গনি, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি,
কুমিল্লার চান্দিনা পৌর এলাকায় অনুমতি না নিয়ে পাকা ঘর নির্মাণ কাজ শুরু করায় তিন ব্যক্তিকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে পৌর কর্তৃপক্ষ।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে শুনানি শেষে পৌরসভার ৯নং ওয়ার্ড তুলাতলী এলাকার তিন পরিবারকে ওই জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক নাজিয়া হোসেন।
এর মধ্যে পৌরসভার অর্থায়নে নির্মিত পাকা সড়ক কেটে বাড়ির বেইজ ঢালাই দেয়াসহ অনুমতিহীন ভবন নির্মাণ কাজ শুরু করায় মো. খলিলুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অনুমতিহীন বাড়ি নির্মাণ কাজ শুরু করায় একই এলাকার আবুল বাসার ও মো. আব্দুল জব্বারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দিনা পৌরসভার প্রকৌশলী মো. সাজ্জাত হোসেন।
এদিকে, চান্দিনা পৌরসভা এলাকায় অনুমতিহীন অবৈধ ভাবে ভবন নির্মাণ করা যেন অভ্যাসে পরিণত হয়েছে। পৌর সদরের বাগানবাড়ি, ধাঁনসিঁড়ি আবাসিক এলাকা থেকে শুরু করে বিভিন্ন স্থানে অনুমতিহীন ভবন গড়ে উঠছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক নাজিয়া হোসেন জানান, পৌর এলাকায় অনুমতিহীন ভবন নির্মাণ যারাই করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।