মোঃ শরিফুল ইসলাম শরীফ
কালীগঞ্জ,প্রতিনিধি
লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করিয়া ৪৫০ (চারশত পঞ্চাশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ০১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, গ্রেফতারকৃত আসামী ও অপর পলাতক ০৪(চার) আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু গ্রেফতারকৃত আসামী বিজ্ঞ আদালতে প্রেরণ
————————————-
তাং০৮/১২/২০২৪ ইং
ইং ০৮/১২/২০২৪ তারিখ রাত ০০.৩০ ঘটিকায় জনাব মোঃ সেলিম মালিক, অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই/মোঃ মোস্তাকিম ইসলাম এর অভিযান টিম লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন ০৬নং গোড়ল ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের সেবকদাস মৌজাস্থ পলাতক আসামী মৃনাল চন্দ্র (৩৫),পিতা-মৃত অক্ষয় মোল্লা, মাতা-মনি বালার বাড়ির ভিতর আঙ্গিনায় অভিযান টিম উপস্থিত হইয়া গ্রেফতারকৃত আসামী খগেন চন্দ্র রায় (৪০), পিতা-অক্ষয় মোল্লা, মাতা-মনি বালা, সাং-সেবকদাস, ০২ নং ওয়ার্ড, থানা- কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট এর দেখানো মতে উক্ত বসত বাড়ীর ভিতর আঙ্গিনায় থাকা বাদাম গাছের পালার নিচে হইতে ৪৫০ (চারশত পঞ্চাশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী ও অন্যান্য পলাতক আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানার মামলা নং-১১, তারিখ-০৮/১২/২০২৪খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৪(গ)/৪১ রুজু করা হয়।
উদ্ধারকারী অফিসার-এসআই/মোঃ মোস্তাকিম ইসলাম ও সঙ্গীয় টিম