1. admin@dhakapost71.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০১:১২ পূর্বাহ্ন

সাবেক ইউপি চেয়ারম্যানের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭ বার পঠিত

আকতার হোসেন,স্টাফ রিপোর্টার

সাভারের আশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবউদ্দিন মাদবরকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ৫ই ডিসেম্বর ( বৃহস্পতিবার ) বিকেলে আশুলিয়ার রুস্তমপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন করেন স্থানীরা। এসময় মানববন্ধন থেকে আবদুল মান্নান দেওয়ান বলেন, আশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মাদবর রুস্তমপুর – বিনোদপুর পল্লীমঙ্গল সমিতির জমি, হিন্দুদের মহাশ্মশানের জমি ও রুস্তমপুর উচ্চ বিদ্যালয়ের জমি দখলের চেষ্টা করছে, আমরা এলাকাবাসী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অতি তাড়াতাড়ি এই পলাতক আসামিকে গ্রেপ্তার করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। মানববন্ধনে অংশ নেওয়া মোঃ সালাউদ্দিন দেওয়ান বলেন, আশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবউদ্দিন মাদবর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের গণহত্যার অন্যতম আসামী। আমরা তার গ্রেফতারের দাবি জানাচ্ছি। সেই সাথে তার বিরুদ্ধে বিনোদপুর পল্লীমঙ্গল সমিতির জমি, হিন্দুদের মহাশ্মশানের জমি ও রুস্তমপুর উচ্চ বিদ্যালয়ের জায়গা দখল করে তার অনুসারীদের মাধ্যমে বিক্রি করার পায়তারা করছে। এছাড়াও পলাতক আসামী শাহাবউদ্দিন তার লোকজন দিয়ে এখনো ভূমিদস্যু, চাঁদাবাজ এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা এলাকাবাসী অতি তাড়াতাড়ি এই পলাতক আসামির গ্রপ্তারের দাবি জানাই। এসময় মানববন্ধনে এলাকার প্রায় কয়েক শতাধিক মানুষ অংশ নেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park