মো:অলিউল্লাহ কুমিল্লা প্রতিনিধি :-
কায়কোবাদ ওমরা পালনে মক্কায়
রোববার (১ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ আসামিদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন (ডেথ রেফারেন্স) ও আপিল আবেদনের ওপর শুনানি শেষে বিচারিক আদালতের রায় বাতিল করে এ আদেশ দেন।
মুক্তির পর, কমিল্লা, মুরাদ নগর ৩ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, তিনি এ মূহুর্তে কোথায় আছেন কি করছেন, এ বিষয়ে তাঁর মামা ১৭ নং জাহাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ তৌফিক আহম্মেদ মীরের নিকট জানতে চাইলে তিনি জানান তাঁর ভাগিনা তুরস্ক থেকে কাতার হয়ে,পবিত্র ওমরা পালনের উদ্দেশ্য বর্তমানে তিনি পবিত্র ভূমি মক্কায় আছেন । তিনি কিছুদিন মক্কায় অবস্থান করে, মহান আল্লাহ তায়ালা যে তাকে আওয়ামী সরকারের কু চক্র থেকে হেফাজত করেছেন,সত্য যে উদ্ভাসিত হয়েছে, শয়তানে চক্রান্ত যে আসলেই দূর্বল, এটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রামানিত হওয়ার পর শুকরিয়া স্বরূপ পবিত্র ওমরা পালনের মধ্যে দিয়ে তিনি তাঁর মালিক আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই তিনি ওমরায়,গিয়ে দেশ ও জাতীর কল্যাণের জন্য দোয়া করছেন, বিশেষ করে, তাঁর নির্বাচনি এলাকা মুরাদ নগর বাসি যে তাঁর প্রতি অ কৃত্তিম ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য মুরাদনগর বাসির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করবেন। পবিত্র ওমরা পালন শেষ করে পরবর্তীতে তিনি মহানবী হযরত মোহাম্মদ (সা:) এর রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্য মদীনায় কিছু দিন অবস্থান করবেন। তর পর কাতারে তাঁর এক মেয়ে ও মেয়ের জামাই রয়েছে,তাদের সাথে দেখা করে, আল্লাহ চাহেতু তাঁর প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উদ্দেশ্য রওয়ানা দিবেন। তবে তিনি দেশে কবে আসবে এ সম্পর্কে যান্তে চাইলে এখনই এ বিষয়ে কিছু বলতে চাইছেন না।