1. admin@dhakapost71.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন

শেরপুরে প্রকাশে দিবালোকে হত্যার ঘটনায় ৩৩ জন কে আসামী করে মামলা গ্রেফতার -৭

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৯ বার পঠিত

মোঃ সাকিব হোসেন
শেরপুর প্রতিনিধি

শেরপুর সদর উপজেলায় ২ নং চর শেরপুর ইউনিয়নে নিজ পাড়া গ্রামে জমি সংক্রান্ত জেরে গত ২ ডিসেম্বর সোমবারে ওয়াসিম আকরাম (২৬) নামে এক সেনা সদস্য কে তার’ই চাচাতো ভাইয়েরা প্রকাশে দিবালোকে কুপিয়ে হত্যা করে এমন অভিযোগে ২১ জনের নাম উল্লেখ করে ৩৩ জনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে নিহত ওয়াসিম আকরামের জেঠাতো ভাই রঞ্জুকে প্রধান আসামি করে ২ ডিসেম্বর সোমবার রাতেই নিহতের ভাই মো. জসিম মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন মামলায় ২১ জনকে স্বনামে ও অজ্ঞাতনামা আরও ১২ জনসহ মোট ৩৩ জনকে আসামি করা হয়েছে এ মামলায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে
গত মঙ্গলবার রাতে এসব বিষয় নিশ্চিত করে জানান শেরপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জাহাঙ্গীর আলম খান
গ্রেপ্তারকৃত আসামিরা হচ্ছেন সদর উপজেলার ২ নং চরশেরপুর ইউনিয়নের নিজপাড়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে মোঃনময়না মিয়া (৩৫), একই গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ বাসেদ মিয়া (২২), মৃত কালু খাঁনের ছেলে মোঃ আলম খাঁন (৫৫), জয়নাল আবেদীনের স্ত্রী মোছাঃ কমলা আক্তার (৩৫), পার্শ্ববর্তী চরশেরপুর পূর্বপাড়া গ্রামের মোঃ আনছার আলীর স্ত্রী মোছাঃ হালিমা খাতুন (৫৫), একই গ্রামের মৃত আনছার আলীর ছেলে মোঃ আজিম আলী (৩৬) ও নয়াপাড়া গ্রামের মোঃ সাহেব আলীর ছেলে মোঃ শামীম আহম্মেদ (২৮)
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ তারেক হাসান জানান, প্রকাশে দিবালোকে ওয়াসিম আকরাম কে হত্যার ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে তাদের মধ্যে মোঃ ময়না মিয়া ও মোঃ বাসেদ মিয়াকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে আদালতের বিচারক ইকবাল মাহমুদ আগামী ৯ ডিসেম্বর রিমান্ড শুনানীর দিন ধার্য করে সকল আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park