হামিদুল হক মার্শাল, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।
আজ ৩০ নভেম্বর ২০২৪ইং কক্সবাজার জেলা রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে অনুষ্ঠিত হলো কুরআনের প্রতি গভীর ভালোবাসা ও হিফজুল কুরআনের প্রচার-প্রসারে অনুপ্রেরণামূলক প্রতিযোগিতা। কচ্ছপিয়া হুফ্ফাজুল কোরআন সংগঠনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন হাফেজখানা থেকে আসা শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এ প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল নবীন প্রজন্মের মধ্যে কুরআন শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং হাফেজদের কুরআনের সঠিক তেলাওয়াত ও মেমোরাইজেশন (হিফজ) পরীক্ষা করা। পাশাপাশি এটি একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে আল্লাহর কালামের প্রতি সবার ভালোবাসা বাড়ানোর চেষ্টা।
অনুষ্ঠানের শুরুতেই কুরআন তেলাওয়াতের সুমধুর ধ্বনি পুরো এলাকাকে মুখরিত করে। বিচারক প্যানেলে ছিলেন দেশের খ্যাতনামা আলেম ও কুরআন গবেষকরা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা কুরআনের বিভিন্ন সুরা থেকে নির্ধারিত আয়াত তেলাওয়াত করে। তাদের কুরআনের শুদ্ধ উচ্চারণ, তারতীল ও হিফজের মান বিচার করে বিজয়ীদের নির্বাচন করা হয়।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট এবং নগদ অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম ও শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। তারা এ ধরনের আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
**কচ্ছপিয়া হুফ্ফাজুল কোরআন সংগঠনের হাফেজ মাওলানা আতিকুর রহমান (আতিক) বলেন,** “আমরা চাই আমাদের নতুন প্রজন্ম কুরআনের আলোয় আলোকিত হোক। এ প্রতিযোগিতা সেই লক্ষ্য অর্জনেরই একটি ছোট্ট প্রচেষ্টা।”
এ আয়োজন কুরআন শিক্ষার প্রতি মানুষের আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।