1. admin@dhakapost71.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন

রামুতে বিভ্রান্তি থেকে উম্মাহকে রক্ষায় ওলামাদের মুখ্য ভূমিকা পালন করতে হবে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১০ বার পঠিত

রামু প্রতিনিধি:-
মোহাম্মদ আলম

দারুল উলুম দেওবন্দের সিনিয়র শিক্ষক আল্লামা মুফতি ফখরুল ইসলাম বলেছেন, ইসলাম বিদ্বেষী অপশক্তি কর্তৃক দ্বীনের বিরুদ্ধে বহুমুখী চক্রান্ত চলছে। কুরআন-হাদীসের অপব্যাখ্যার মাধ্যমে ইসলাম সম্পর্কে জনমনে বিভ্রান্তি সৃষ্টিও সেই চক্রান্তেরই অংশ। এমতাবস্থায় বিভ্রান্তি ও চক্রান্তের বেড়াজাল থেকে উম্মাহকে রক্ষায় ইলমে নবভীর প্রকৃত ধারক-বাহক ওলামায়েকেরামকে সর্বোচ্চ সতর্ককারীর মুখ্য ভূমিকা পালন করতে হবে। ইলমে নবভী চর্চার বিকাশধারাকে তরান্বিত করার মাধ্যমে কুরআন-সুন্নাহর সঠিক বার্তা জনসাধারণের মাঝে পৌঁছে দিতে হবে।
তিনি কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার ৫১ তম বার্ষিক সভা উপলক্ষে প্রাক্তন ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত প্রাক্তন শিক্ষার্থী, ওলামা ও ফুযালা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

২৫ নভেম্বর (সোমবার) বার্ষিক সভার দিন বাদ মাগরিব মাদ্রাসা মিলনায়তনে সংগঠনের প্রধান উপদেষ্টা ও মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মুখ্য আলোচনা করেন, প্রাক্তন ছাত্র পরিষদ আজিজুল উলুম মাদ্রাসার সভাপতি মুহাম্মদ আবুল মঞ্জুর। স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মাওলানা নুর মুহাম্মদ।
যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কারী আবু নাছের ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা শওকত আলীর সঞ্চালনায় প্রীতিময় এ আয়োজনে

আলোচনায় অংশ নেন, প্রাক্তন ছাত্র মাওলানা আবুল মঞ্জুর, মাওলানা ইয়াকুব, সংগঠনের সহ-সভাপতি জাহেদ কলিম, ছৈয়দুল আমিন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা কারী আশরাফুল মতিন মোহাম্মদ আছেম, অর্থ সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল করিম, দফতর সম্পাদক মাওলানা মুফতি ইয়াকুব হোছাইন, সহ-দফতর সম্পাদক মাওলানা যায়নুল আবেদীন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি দেলাওয়ার হোছাইন, সহ-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ অলি উল্লাহ আরজু, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মালেক, সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মাওলানা শহীদুল্লাহ, সদস্য মাওলানা কারী আব্দুল খালেক, মাওলানা মোস্তাক আহমদ, বশির আহমদ, মুহাম্মদ আবু ওবাইদা, মাওলানা আতাউল্লাহ, মাওলানা সিরাজুল মোস্তফা প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park