1. admin@dhakapost71.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন

আলফাডাঙ্গায় গাজা সহ দুইজন কে আটক করেছে RAB

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৮২ বার পঠিত

গত শনিবার ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ধুলঝুড়ি গ্রাম থেকে প্রায় সাড়ে তিন কেজি গাঁজাসহ দুই সহোদরকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১০ আটকের পরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।আটককৃতরা হলেন, উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের ধুলজুড়ি গ্রামের মৃত. ছোরবান খাঁনের ছেলে দুই ছেলে মহাসিন খান ২৭ ও তার ছোট ছেলে মুসা খান ১৯ কে। ঘটনার বিবারন জানা যায়, গত শনিবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি চৌকস দলনিয়ে আলফাডাঙ্গা উপজেলার ধুলজুড়ি গ্রামে অভিযান চালিয়ে গাজা সহ এদের দু’জনকে গ্রেফতার করেন। এসময় তাদের নিকট থেকে একটি প্লাস্টিকের ব্যাগে রাখা তিন কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করাহয়। (যার মূল্য আনুমানিক ১,০২,০০০ টাকা বলে জানা গেছে । আটককৃত দের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের ও গাজাসহ তাদের আলফাডাঙ্গা থানায় সোপর্দ করা হয়। এবিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. আবু তাহের আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন ‘আটক দুই যুবককে র‌্যাবের মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। এসময় তিনি আরো বলেন এতো পরিমা গাজা কোনপথে বা কিভাবে এসেছে এরসাথে আরো কারা জড়িত আছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। আগেও আমাদের আইন শৃংখলা বাহিনীর অভিযানে, মাদক সেবি ও মাদক ব্যাবসায়ী কে আটক করে জেল হাজতে পাঠিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স ঘোষনা অনুযায়ী কঠোর অভিযানে মাধ্যমে এই উপজেলাকেও মাদক নির্মূলে আমাদে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park